চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৭:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৯৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি।। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল রবিবার (১৩ জুলাই ২০২৫) সকাল ১০টায় অনুষ্ঠিত হয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা।
একই সঙ্গে আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ; মানব পাচার রোধ; চোরাচালান নিরোধ; সড়ক দুর্ঘটনায় হতাহতদের সঠিক ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন এবং অনিস্পন্ন মামলাগুলোর অগ্রগতি নিয়ে একাধিক মনিটরিং সেলের আলোচনাও সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানের শুরুতে সভায় গত মাসের আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পাঠ করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সামিউল আজম। তিনি জেলার ৫টি থানায় গত মাসের অপরাধ চিত্র তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
উক্ত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় চোরাচালান প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ, সড়ক নিরাপত্তা জোরদার, মানব পাচার প্রতিরোধ এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করতে প্রশাসনের নানা উদ্যোগ এবং করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়।
জেলা প্রশাসক সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জেলাকে নিরাপদ, সুশৃঙ্খল ও বাসযোগ্য রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রয়াস একান্ত প্রয়োজন।”
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা, ৬ বিজিবির পরিবচালক লে. কর্ণেল নাজমুল হাসান, ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন, চুয়াডাঙ্গা পাবলিক প্রসিকিউটর অ্যাড. মারুফ সারোয়ার বাবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের ঔষধ তত্বাবধায়ক তাহমিদ জামিল, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক বিদ্যুত কুমার বিশ্বাস, ছাত্র প্রতিনিধি সাফফাতুল ইসলাম প্রমুখ।
সভা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ ও সিদ্ধান্ত গৃহীত হয়, যা আগামী দিনে জেলার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।





















