শালিখা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
- আপডেট: ০৬:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / ৮১

শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার হরিশপুরে ঘরের ভেতর থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ।
উপজেলার হরিশপুর গ্রামের মিজানুর মোল্যার স্ত্রীর সোনালী বেগমের(৪০) লাশ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭ দিকে নিজ ঘর থেকে এ লাশ উদ্ধার করা
প্রতিবেশী জুয়েল জানান, ভোর সকালে আমার কাকা মিজানুরকে দেখি বাড়ীর সিড়ির বসে আছে। কাকা ঘরে ডুকবে কাকি (সোনালী) ঘর খুলছে না। আমি কাকাকে বল্লাম বকাকির দরকার নেই। তাই বলে আমি কাজে চলে যাচ্ছিলাম, বাড়ি থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত গেলে চিল্লাচিল্লির শব্দ শুনে বাড়ী আসলে কাকাতো বোন মোদিনা বলে আব্বা মাকে মেরে ফেলেছে।
সোনালী বেগমের মেয়ে মদিনা খাতুন জানান, আব্বা মাকে মেরে ফেলেছে। আরো বলেন আব্বা ঢাকা রডের কাজ করে আজ সকালে আব্বা ঢাকা থেকে বাড়ী আসে এবং রড দিয়ে মার মাথায় বারি দিয়ে মেরে ফেলেছে
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া জানান, পারিবারিক কলহ জেরে স্বামী মিজানুর মোল্যা শিশু সন্তান মদিনার সামনে সোনালী বেগমকে রড় দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরেছে ফেলেছে। লাশের ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।






















