আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র হাতে বিভিন্ন ধরনের অবৈধ মালামাল আটক
- আপডেট: ০৭:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ৪৮

নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, কসমেটিকস ও ঔষধসহ প্রায় ৬৪ হাজার টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ জুলাই-২০২৫) ৪৯ বিজিবির একটি টহল দল আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬৩ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) যুগান্তরকে জানান, ‘দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানে এইসব চোরাচালানী পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, বিজিবির এসব অভিযান নিয়মিতভাবে চালু রয়েছে এবং ভবিষ্যতেও সীমান্তে চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাবে বাহিনী।
উদ্ধারকৃত পণ্যসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমসে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।






















