বেনাপোলের বাহাদুরপুর বাওড়ে বোট ক্লাব চালু হতে যাচ্ছে
- আপডেট: ০৫:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ৮১

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুরে বোটক্লাব চালু হতে যাচ্ছে। পর্যটন বিকাশের জন্য উপজেলা প্রশাসন এর উদ্যেগে বাহাদুরপুর ইকো পার্কে এই কাজ ক্লাবটি চালু হবে। ইতিমধ্যে এই উদ্যেগের অংশ হিসাবে বাহাদুরপুর বাওড়ে ৩টি নতুন প্যাডেল বোট নামানো হয়েছে।

শুক্রবার শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান বলেন, মনোমুগ্ধকর প্রাকৃতিক বাওড়কে কেন্দ্র করে এখানে গড়ে তোলা হচ্ছে পর্যটন কেন্দ্র। আজ তিনটি নতুন প্যাডেল বোর্ড বাওড়ে ছাড়া হয়েছে। এর সাথে আরো কিছু রাইড যুক্ত করে এ মাসেই শার্শার বাহাদুরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাহাদুরপুর বোট ক্লাব চালূ করা হবে। এতে করে পর্যটন শিল্পর বিকাশ ঘটবে। কিছু বেকারত্ব ও ঘুচবে। এলাকার ছেলে মেয়ে সহ সকল বয়সের মানুষ এখানে ঘুরতে পারবে। এতে ছেলে মেয়েদের মেধার বিকাশও ঘটবে।
শার্শা উপজেলা প্রশাসনের এ উদ্যেগকে স্বাগত জানিয়েছে ওই ইউনিয়নের ৪ নং ওযার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ। তিনি বলেন, এলাকায় দুর দুরান্ত থেকে পর্যটকরা আসবে। আমাদের নিজ এলাকার মানুষ ও দুরে না গিয়ে এখানে ঘুরা ফেরা করবে। এতে তাদের আনন্দ উৎসবের মধ্যে দিন কাটাতে পারবে। সাথে সাথে দুরের ভ্রমনে অনেক সময় এক্সিডেন্ট হয় এসব দুর্ঘটনা থেকেও রেহাই পাবে।
সব মিলে এলাকার মানুষ উপজেলা প্রশাসনের এ উদ্যেগকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে। শার্শা উপজেলার অনেক জায়গায় এরকম বাওড় রয়েছে এরকম উদ্যেগ নিলে এলাকায় যেমন পর্যটন শিল্পের বিকাষ ঘটবে তেমনি অনেক বেকারত্ব ও দুর হবে।






















