যশোরে ডিবি পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩
- আপডেট: ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ১০২

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে কোতয়ালী মডেল থানা এলাকার পৌরসভা পশু হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. ইমরান খান (৩৩) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার বসতবাড়ি থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান খান যশোর শহরের শংকরপুর এলাকার ইবাদ আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তারা।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপর অভিযানে বুধবার (১০ জুলাই) রাত ১২টার দিকে কোতয়ালী থানার খামার বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হলেন—খামার বাগডাঙ্গা গ্রামের মৃত ইয়াকুব বিশ্বাসের ছেলে সিরাজুল বিশ্বাস (৬৫) এবং চুড়ামনকাটি গ্রামের নিয়াকত গাজীর ছেলে হানিফ গাজী (৩৩)।
অভিযানে সিরাজুল বিশ্বাসের বাড়ির উঠান থেকে তাকে ও হানিফ গাজীকে আটক করা হয়। এ সময় হানিফ গাজীর কাছ থেকে ৯৫ পিস ও সিরাজুল বিশ্বাসের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, সিরাজুল বিশ্বাস একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ১১টি মাদক মামলা রয়েছে।
এ সংক্রান্ত পৃথক মামলা রুজু করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





















