ঝিকরগাছায় অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ উদ্ধার
- আপডেট: ০৮:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ৫৫

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯জুলাই) দুপুর দেড়টার দিকে ০২নং মাগুরা ইউনিয়নের মোহাম্মদপুর মোড়ে মৃত বদরুজ্জামান এর ছেলে মোঃ তৌহিদুজ্জামান (৫৩) এর দোকানের সামনে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, এক ব্যক্তি মোহাম্মদপুর মোড়ে তৌহিদুজ্জামান এর ঔষধের ফার্মেসীর সামনে গত চার দিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ অবস্থায় পড়ে ছিলো। বর্ষার কারণে তিনি ঔষধের ফার্মেসীর সামনে আশ্রয় নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাকে বাজারের লোকজন সেবা ও খাবারের ব্যবস্থা করতো। আজ দুপুরে সে মারা যায়। মৃত ব্যক্তিকে এলাকার কেউ চিনে না বলে জানান। স্থানীয় লোকজন লাশের গোসল করানোর পর ঝিকরগাছা থানার এসআই মোঃ বকতিয়ার রহমান লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন।