সারাবিশ্ব ডেস্ক : পাকিস্তানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতিমূল্যের ফলে নাজেহাল মানুষ। সেখানে এক ডজন ডিমের দাম ৪০০ রুপিতে পৌঁছেছে। এছাড়া পাঞ্জাবের লাহোরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ রুপিতে। যদিও সরকার পেঁয়াজের দাম নির্ধারণ করেছিল ১৭৫ রুপি।

রবিবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

পাকিস্তানে পণ্যের লাগাম টেনে ধরতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। তাদের ব্যর্থতার কারণে সেখানে ১ ডজন ডিমের দাম ৪০০ রূপিতে স্পর্শ করেছে।

এআরওয়াই নিউজ আরও জানিয়েছে, লাহোরে এক কেজি মুরগি বিক্রি হচ্ছে ৬১৫ রুপিতে।

গেলো ডিসেম্বরে দেশটির ইকোনোমিক কো-অর্ডিনেশন কমিটি জাতীয় মনিটরিং কমিটিকে পণ্যের মূল্য নিয়ে প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিলো।