যশোরে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট: ১২:১৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ৯০

সাঈদ ইবনে হানিফ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া, বসুন্দিয়া, অভয়নগর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরে আলম ছিদ্দিকী সোহাগ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
৫ জুলাই শনিবার দুপুরে যশোরের হোটেল গ্রান্ড দরবার হলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায়, যশোরের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে (যশোর-৪ আসনে) মনোনয়ন পেতে শতভাগ আশাবাদী।
বিগত বছর গুলোতে রাজপথের বিভিন্ন আন্দোলনে তিনি শক্তিশালী ভূমিকা পালন করার পাশাপাশি, জুলাই বিপ্লবে ও অগ্রনী ভূমিকা পালন করেছেন। উল্লেখ্য, এ্যাডভোকেট নুরে আলম ছিদ্দিকী সোহাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্টে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।





















