বেনাপোল-কাশিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিলসহ প্রায় ৬ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৭:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ৬৭

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৬ জুলাই-২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত ৪৯ বিজিবির সদস্যরা কাশিপুর, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, শাড়ি, চকলেট, বিভিন্ন খাদ্য সামগ্রী ও কসমেটিকস পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি’র বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে মাদকদ্রব্যগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে।