০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ৫৬

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই ২০২৫) অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. রবিউল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ উজ্জল হোসেন ও এএসআই মোঃ নজিবুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন: মো: মনিরুজ্জামান যশোরের শার্শা থানার সম্বন্ধকাঠি-গিলাপোল গ্রামের লাল মিয়া সরকার এর ছেলে, অর্থজারী-১৮/২৪ এর ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী। অপরজন মোছাঃ শারমিন নাহার, সম্বন্ধকাঠি- গিলাপোল গ্রামের সেলিম হোসেন এর স্ত্রী। তার বিরুদ্ধেও একই মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা পরোয়ানাভুক্ত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ রবিবার (০৬ জুলাই-২০২৫) দুপুরে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

গ্রেফতারকৃতদের রোববার (০৬ জুলাই) বিকেলে যথাযথ পুলিশ প্রহরায় মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. রবিউল ইসলাম জানান, “অপরাধ দমনে শার্শা থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

আপডেট: ০৬:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই ২০২৫) অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. রবিউল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ উজ্জল হোসেন ও এএসআই মোঃ নজিবুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন: মো: মনিরুজ্জামান যশোরের শার্শা থানার সম্বন্ধকাঠি-গিলাপোল গ্রামের লাল মিয়া সরকার এর ছেলে, অর্থজারী-১৮/২৪ এর ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী। অপরজন মোছাঃ শারমিন নাহার, সম্বন্ধকাঠি- গিলাপোল গ্রামের সেলিম হোসেন এর স্ত্রী। তার বিরুদ্ধেও একই মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা পরোয়ানাভুক্ত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ রবিবার (০৬ জুলাই-২০২৫) দুপুরে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

গ্রেফতারকৃতদের রোববার (০৬ জুলাই) বিকেলে যথাযথ পুলিশ প্রহরায় মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. রবিউল ইসলাম জানান, “অপরাধ দমনে শার্শা থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”