০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

নীলফামারী জেলা কারাগারে সপ্তাহব্যাপী মশা নিধন কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ১৮১

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারী জেলা কারাগারে মশাবাহিত রোগ ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু ও মশা নিধন অভিযান শুরু হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে জেল সুপার মোঃ রফিকুল ইসলাম অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কারা সূত্র জানা যায়, কারাগারে আটক বন্দীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিৎ করতে এবং ডেঙ্গু প্রতিরোধে কারাগার ও আশপাশ এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা, জৈব রাসায়নিক স্প্রে, ড্রেন ও স্থায়ী জলাবদ্ধ স্থানে লার্ভানাশক প্রয়োগ করার সপ্তাহব্যাপী এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

জেল সুপার মো. রফিকুল ইসলাম বলেন,‘কারাগার এবং এর আশেপাশে একটি ঘনবসতিপূর্ণ এলাকা। তাই এখানকার প্রত্যেক বন্দী ও কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। শুধু অভিযান নয়, সতর্কতাও জরুরী। আমরা এক সপ্তাহজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশপাশি বন্দীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা মূলক বার্তা ছড়িয়ে দেব’।

তিনি জানান, এ অভিযানে কারা কর্মকর্তা কর্মচারীদের পাশপাশি পৌরসভা, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় স্কাউট, কাব দলের সদস্যসহ স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা করছে।এ কার্যক্রমে কারাগারের প্রতিটি সেল, বারান্দা, রান্নাঘর, শৌচাগার, ড্রেন ও জলাবদ্ধ স্থানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া কারাগারের আশপাশ এলাকায় ও এ অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

নীলফামারী জেলা কারাগারে সপ্তাহব্যাপী মশা নিধন কার্যক্রম শুরু

আপডেট: ০৫:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারী জেলা কারাগারে মশাবাহিত রোগ ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু ও মশা নিধন অভিযান শুরু হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে জেল সুপার মোঃ রফিকুল ইসলাম অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কারা সূত্র জানা যায়, কারাগারে আটক বন্দীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিৎ করতে এবং ডেঙ্গু প্রতিরোধে কারাগার ও আশপাশ এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা, জৈব রাসায়নিক স্প্রে, ড্রেন ও স্থায়ী জলাবদ্ধ স্থানে লার্ভানাশক প্রয়োগ করার সপ্তাহব্যাপী এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

জেল সুপার মো. রফিকুল ইসলাম বলেন,‘কারাগার এবং এর আশেপাশে একটি ঘনবসতিপূর্ণ এলাকা। তাই এখানকার প্রত্যেক বন্দী ও কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। শুধু অভিযান নয়, সতর্কতাও জরুরী। আমরা এক সপ্তাহজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশপাশি বন্দীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা মূলক বার্তা ছড়িয়ে দেব’।

তিনি জানান, এ অভিযানে কারা কর্মকর্তা কর্মচারীদের পাশপাশি পৌরসভা, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় স্কাউট, কাব দলের সদস্যসহ স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা করছে।এ কার্যক্রমে কারাগারের প্রতিটি সেল, বারান্দা, রান্নাঘর, শৌচাগার, ড্রেন ও জলাবদ্ধ স্থানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া কারাগারের আশপাশ এলাকায় ও এ অভিযান চলবে।