০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

প্রসঙ্গ লন্ডনে বৈঠক : ড. ইউনূস-তারেক রহমান প্রমাণ করলেন দেশের মানুষ প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ৪৪

নিজস্ব প্রতিবেদকঃ লন্ডন বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে এই দুই নেতা (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) প্রমাণ করলেন যে, বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে। নেতারা নেতৃত্ব দিতে পারেন। সেই হিসেবে দেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে।

শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, প্রথম একটি বৈঠক, সত্যিকার অর্থে গোটা জাতি উদ্বিগ্ন ছিল। সেই বৈঠকটিতে তিনি (তারেক রহমান) সফল হয়েছেন। আমি আমার দলের পক্ষ থেকে, সমস্ত নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে, তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিকে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন, একটা যে সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল- সেই অবস্থাকে কাটিয়ে এই দুই নেতা আবার জাতিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

প্রসঙ্গ লন্ডনে বৈঠক : ড. ইউনূস-তারেক রহমান প্রমাণ করলেন দেশের মানুষ প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে

আপডেট: ০৫:৪৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ লন্ডন বৈঠক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে এই দুই নেতা (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) প্রমাণ করলেন যে, বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে। নেতারা নেতৃত্ব দিতে পারেন। সেই হিসেবে দেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে।

শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, প্রথম একটি বৈঠক, সত্যিকার অর্থে গোটা জাতি উদ্বিগ্ন ছিল। সেই বৈঠকটিতে তিনি (তারেক রহমান) সফল হয়েছেন। আমি আমার দলের পক্ষ থেকে, সমস্ত নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে, তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিকে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন, একটা যে সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল- সেই অবস্থাকে কাটিয়ে এই দুই নেতা আবার জাতিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন।