নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮৩ প্রার্থীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। মঙ্গলবার নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ বিভিন্ন প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে কিছু প্রার্থীকে একাধিকবার শোকজ করা হয়। আবার কোনো কোনো প্রার্থীর শোকজের জবাব ‘সন্তোষজনক নয়’ বলেও জানিয়েছে কমিশন।

নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণের জন্য গত ২৮ নভেম্বর বিচার বিভাগীয় নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করে ইসি। এরপর থেকেই বিধি লঙ্ঘন করার অভিযোগে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়।

অনুসন্ধান কমিটি বর্তমান সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সিটি মেয়রসহ স্বতন্ত্র প্রার্থী মিলে মঙ্গলবার পর্যন্ত ৮৩ প্রার্থীকে শোকজ করেছে।