০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ডিমলায় ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ২১১

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর ডিমলা উপজেলার ৪ নং খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের নীলফামারী-১ আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার এর ভাগিনা।

শনিবার (২৪ মে) বিকেল ৩ টা ৩০মিনিটে খগা খড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের ইউপি নির্বাচনে জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে উপজেলার ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ওই বছরের ২৫ আগষ্ট শপথ বাক্য পাঠ করে দায়িত্ব বুঝে নেন।

ডিমলার বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্বেও জাহাঙ্গীর আলম গোপনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভা করেন। এমন কি উপজেলা পরিষদের বিভিন্ন মিটিং-এ প্রকাশ্যে অংশ নেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমেসংবাদ প্রকাশ হয়।

পুলিশ জানায়, উক্ত চেয়ারম্যান সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী সাংবাদিকদের বলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে জড়িত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রকে অচল করার পরিকল্পনা করে আসছেন। তাই ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

ডিমলায় ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার

আপডেট: ১০:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর ডিমলা উপজেলার ৪ নং খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের নীলফামারী-১ আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার এর ভাগিনা।

শনিবার (২৪ মে) বিকেল ৩ টা ৩০মিনিটে খগা খড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের ইউপি নির্বাচনে জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে উপজেলার ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন এবং ওই বছরের ২৫ আগষ্ট শপথ বাক্য পাঠ করে দায়িত্ব বুঝে নেন।

ডিমলার বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্বেও জাহাঙ্গীর আলম গোপনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভা করেন। এমন কি উপজেলা পরিষদের বিভিন্ন মিটিং-এ প্রকাশ্যে অংশ নেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমেসংবাদ প্রকাশ হয়।

পুলিশ জানায়, উক্ত চেয়ারম্যান সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী সাংবাদিকদের বলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে জড়িত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রকে অচল করার পরিকল্পনা করে আসছেন। তাই ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।