বেনাপোলে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ : বেনাপোলে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪শে মে বিকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারত এর পরিচালনায় আগামী ৩০শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ প্রস্তুতি সভায় পৌর সভার ৯টি ওয়ার্ডের সুপার ফাইভ সদস্য এবং অঙ্গ সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহামেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, মোঃ আক্তারুজ্জামান, সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন সরদার, মোঃ ইদ্রিস মালেক, মোঃ নাসিমুল গনি বল্টু, অর্থ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহের উল্লাহ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোঃ ইয়ার আলী, ৩নং ওয়ার্ডের সভাপতি মোশতাক আহমেদ মাখন, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইসাহক আলী, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা, ৮নং সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল হোসেন, ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল মালেকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী সুষ্ঠু ও সুন্দরভাবে পালন উপলক্ষে উপ কমিটি গঠন করা হয়।