০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তার কার্যালয়ে ডেকেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে দেখা করতে চান।”

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপি গত ১৯ মে থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে।

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে লিখেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক শনিবার অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
৩৪

বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি

আপডেট: ০২:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তার কার্যালয়ে ডেকেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে দেখা করতে চান।”

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপি গত ১৯ মে থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে।

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে লিখেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক শনিবার অনুষ্ঠিত হবে।