ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্টগোল, মারধর
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সংবাদ সম্মেলনে ঘিরে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থালে শাহবাগ থানা পুলিশ উপস্থিত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের মালয়েশিয়া সফরকালীন দ্বিপাক্ষিক আলোচনায় উত্থাপিত পূর্বের ন্যায় সিন্ডিকেটের পরিবর্তে সকল রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তের প্রস্তাবকে স্বাগত জানিয়ে এদিন সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বায়রা।
সোমবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম ও সাবেক যুগ্ন মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামের ডাকে বায়রার সাধারণ সদস্যরা উপস্থিত হয়েছিলেন। তবে ১১টার কিছুক্ষণ পর হৈ-চৈ শুরু হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে। এরপর সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামসহ তাদের সঙ্গে থাকা বেশ কয়েকজনের সঙ্গে বায়রার অপর পক্ষের সদস্যরা তর্কে জড়ান। এরপর শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামসহ বেশ কয়েকজন সাগর-রুনি হল থেকে দৌড়ে বের হন এবং অন্যদের সহায়তায় প্রবেশ করেন ক্র্যাব কার্যালয়ে।
ঘটনাস্থলে থাকা বায়রায় একাধিক সদস্য দাবি করেন, তাদেরকে সংবাদ সম্মেলনের আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সংবাদ সম্মেলনে এলে তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এ বিষয়টি নিয়ে ঘটনার শুরু।
এদিকে এ সংঘর্ষকে কেন্দ্র করে সাগর-রুনি হলে ক্ষয়ক্ষতির ঘটনাও হয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ১২টা) ঘটনাস্থলে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটেছে। বর্তমানে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।