০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫

গংগাচড়ায় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে ১জন ব্যবসায়ীকে ৪৫,০০০ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের গঙ্গাচোরা উপজেলায় নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ মজুদ ও বিক্রির দায় একজন ব্যবসায়ীকে ৪৫,০০০ (পয়চল্লিশ হাজার) টাকা জরিমানা ও আদায় করা হয়।

রোববার (৫ মে) রাত ৯ টায় রংপুর জেলা পরিবেশ অধিদপ্তর ও গঙ্গাছড়া উপজেলা প্রশাসনে যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ বিক্রয় ও মজুদের উপর পরিচালিত অভিযান মেসাস মুকুল স্টোরের মালিক মোঃ মুকুল মিয়াকে এ জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স মুকুল স্টোরের গোডাউনে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। এ সময় সেখানে মজুদ করে রাখা ৮৪ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দসহ গোডাউনের মালিক মুকুল মিয়াকে ৪৫ ০০০(পয়চল্লিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

উক্ত অভিযানে গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বিচারিক দায়িত্ব পালন করেন এবং রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।

এসময় অভিযানে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য দোকান মালিকদের সতর্ক করা হয় ও সচেতনতার জন্য অন্যান্য দোকানদারসহ সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়। গঙ্গাচড়া থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, গোপন সূত্রে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
৪২

গংগাচড়ায় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে ১জন ব্যবসায়ীকে ৪৫,০০০ টাকা জরিমানা

আপডেট: ১০:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের গঙ্গাচোরা উপজেলায় নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ মজুদ ও বিক্রির দায় একজন ব্যবসায়ীকে ৪৫,০০০ (পয়চল্লিশ হাজার) টাকা জরিমানা ও আদায় করা হয়।

রোববার (৫ মে) রাত ৯ টায় রংপুর জেলা পরিবেশ অধিদপ্তর ও গঙ্গাছড়া উপজেলা প্রশাসনে যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ বিক্রয় ও মজুদের উপর পরিচালিত অভিযান মেসাস মুকুল স্টোরের মালিক মোঃ মুকুল মিয়াকে এ জরিমানা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স মুকুল স্টোরের গোডাউনে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। এ সময় সেখানে মজুদ করে রাখা ৮৪ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দসহ গোডাউনের মালিক মুকুল মিয়াকে ৪৫ ০০০(পয়চল্লিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

উক্ত অভিযানে গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বিচারিক দায়িত্ব পালন করেন এবং রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।

এসময় অভিযানে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য দোকান মালিকদের সতর্ক করা হয় ও সচেতনতার জন্য অন্যান্য দোকানদারসহ সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়। গঙ্গাচড়া থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, গোপন সূত্রে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুসারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”