শিরোনাম:
নীলফামারী মিনি স্টেডিয়ামে মাসব্যাপী এ্যাথলেটিক প্রশিক্ষণের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারী মিনি স্টেডিয়ামে মাসব্যাপী এ্যাথলেটিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ মে) বিকেলে নীলফামারী মিনি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বেলুন উড়িয়ে মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান।
এ সময় সেখানে নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জজ আদালতের সরকারী কৌশুলি (জিপি) এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম উপস্থিত ছিলেন।
এতে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এতে অনুর্ধ্ব-১৪ ৪০জন অংশ নিচ্ছেন।