শিরোনাম:
ডিমলায় বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীর ডিমলায় বিদ্যুতের তারে জড়িয়ে আবু তালেব (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ মে) সকালে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম সাত্তাই গ্রামে ঘটনাটি ঘটে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের জছিম উদ্দিনের ছেলে আবু তালেব (৪৫) শুক্রবার সকালে গোয়াল ঘরে গরু বের করার জন্য গেলে সেখানে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছেে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ডিমলা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।