তারাগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে সর্বস্তরের জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ রংপুর তারাগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে সর্বস্তরের জনতার অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিরাপদ সড়কের দাবিতে সকল শ্রেণী পেশার মানুষের শতশ্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
তারাগঞ্জ উপজেলার মহাসড়কটিতে দিন দিন সড়ক দুর্ঘটনা মাত্রা বেড়ে যাওয়ায় এলাকাবাসি এ মানববন্ধনের আয়োজন করেন। মহাসড়কের পাশে দাঁড়িয়ে ১ঘণ্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তারাহা সড়কে শৃঙ্খলা ফেরাতে জোর দাবি করেন। এ মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ চালকদের বেপরোয়া গতি, অযথা ওভারটেকিং ও অযথা চালকদের মধ্যে প্রতিযোগিতা যান বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। তারা আরোও বলেন, এ মহাসড়কের পাশে যেসব অবৈধ স্থাপনা আছে তা উচ্ছেদ করতে হবে এবং পথচারী পারাপারের জন্য জেব্রা ক্রসিং -এর ব্যবস্থা করতে হবে। তাছাড়া গুরুত্বপূর্ণ জায়গায় যেসব স্থানে লোকের সমাগম বেশি সে সব জায়গায় রোড ডিভাইডার ও বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় ওভারব্রিজ স্থাপনের দাবি জানান।
বক্তাদের মধ্যে উপস্থিত মিঠুন মাহমুদ বলেন, আমাদের তারাগঞ্জ উপজেলার এ মহাসড়কটিতে প্রতিনিয়ত দুর্ঘটনার মাত্রা বাড়ছে। মাত্র ১ মাসের ব্যবধানে দুইটি দুর্ঘটনায় দুটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি প্রাণ হারিয়ে পরিবারগুলো আজকের পথে নেমেছে। আমরা চাই না আর কোন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়ে পরিবারগুলো পথে বসুক। উক্ত দাবিগুলো আজ এই এলাকার মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে।প্রশাসনের কাছে আমাদের জোর দাবি সড়ক দুর্ঘটনায় আর কোন পরিবার পথে বসার আগেই মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনুন।