খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 1895 বার
এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ১ কেজি ৬৩২. ৯৬ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণের বারসহ এক চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তের কেড়াগাছি এলাকা থেকে উক্ত স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা।
আটক স্বর্ণ চোরাকারবারীর নাম জাহাঙ্গীর হোসেন (২৮)। সে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর এস.কে.এম কফিল উদ্দিনের নেতৃত্বে বিজিবি তলুইগাছা বিওপির হাবিলদার মেজবাহসহ একটি বিশেষ আভযানিকদল সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তের কেড়াগাছি এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে স্বর্ণ চোরাকারবারী জাহাঙ্গীরকে একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়িসহ আটক করে। পরে তার ভ্যানগাড়িটি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৬৩২.৯৬ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা। তিনি আরো জানান, আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে কলারোয়া থানায় সোর্পদ এবং স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।