শিরোনাম:
যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বই: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বই।”
সোমবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের জন্য শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আজ অটুট ঐক্য গড়ে তোলার দিন। এটি যেন স্থায়ী হয় সে চেষ্টা অব্যাহত রাখব।”
জুলাইয়ের যোদ্ধাদের স্মরণ করে তিনি বলেন, “আমাদের প্রতিটি পর্যায়ে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করতে হবে। আহতদের রোগমুক্তির জন্য প্রার্থনা করতে হবে। আগামীতে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব। জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করব।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আজ নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আগত মুসুল্লিসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই।”
এসময় তিনি প্রবাসী ও নারীদেরও জাতির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান।