শিরোনাম:
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
গ্রামের সংবাদ ডেস্ক : চার দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে রওনা দেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রধান প্রটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে বিদায় জানান।