শার্শায় ঘের থেকে ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামে আব্দুল মজিদ নামে এক চাষির মাছের ঘের ও গভীর নলকূপ দখলের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা মাছের ঘের থেকে প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করেছে।
পাঁচভুলোট গ্রামের আওয়ামী লীগ নেতা কাদের মোড়লের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল বৃহস্পতিবার মৎসচাষি আব্দুল মজিদের মাছের ঘেরে হামলা করে মাছ ও গভীর নলকূপ লুট করে। কাদের মোড়ল আব্দুল মজিদকে তার মাছের ঘেরে গেলে হত্যা করার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেও কোনো ফল পাননি মৎস্যচাষি আব্দুল মজিদ।
মাছ ব্যবসায়ী আব্দুল মজিদ জানান, উপজেলার পাঁচভুলোট গ্রামের মাঠে তার ১৫ বিঘা জমিতে মাছের ঘের ও একটি গভীর নলকূপ রয়েছে। দীর্ঘ দিন যাবত তিনি তার মাছের ঘেরে বিভিন্ন রকম মাছ চাষ করে আসছেন।
তিনি আরও জানান, এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী কাদের মোড়ল এসব সম্পদ দখলে নেওয়ার জন্য মোটা টাকার বিনিময়ে আইয়ুব আলীর ছেলে উজ্জল, তবিবর শেখের ছেলে জেকের, খোরসেদের ছেলে মেহেদী, ফজের শেখের ছেলে মিঠু ও আনসারের ছেলে আজিজুল ইসলামকে ভাড়া করে মাছের ঘেরে জাল টেনে মাছ ধরে নেন।
এ ঘটনায় বিচার চেয়ে আব্দুল মজিদ শার্শা উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ২৬ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ পেয়েও উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও শার্শা থানা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে দাবি করেছেন আব্দুল মজিদ। এ ব্যাপারে জানতে চাইলে ঘের লুটকারী আব্দুল কাদের কোনো মন্তব্য করেননি।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন, অভিযোগ পেয়ে সম্ভবত সেটি শার্শা থানা ওসি কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরওয়ার্ড করেছি। তবে শার্শা থানা কোনো পদক্ষেপ নিয়েছে কি না তা জানি না।
শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে অপরাধী যেইহোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।