খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ আগস্ট ৯, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3617 বার
আব্দুল্লাহ আল-মামুন : দেশের ১২ জেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২২ হাজার ১০১ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়ে তিনি শার্শায় আরো ২৭ জনকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করলেন।
বুধবার (৯আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু শার্শার ২৭ জনকে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন।
এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে উপজেলা পরিষদের অডিটোরিয়মে নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ড মোজাফ্ফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, এলজিইডি কর্মকর্তা মামুন হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু, শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।