খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুলাই ২৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3570 বার
স্টাফ রিপোর্টার : ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা গ্রামে প্রতিষ্ঠিত সমাজ কল্যাণ সংস্থা “ঊষার আলো”র পক্ষ থেকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধী গাছের চারা রোপণ করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলমের আহবানে সাড়া দিয়ে সংগঠনটি বৃহস্পতিবার (২৭ জুলাই) এই গাছের চারাগুলো স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন খোলা জায়গায় রোপণ করে।
সংগঠনের সভাপতি বি এম সাগর বলেন, ঊষার আলো সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজের মানুষের জন্য কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধি গাছের চারা রোপণ করা হলো। এধরণের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলম বলেন, হাসপাতালের শোভা বর্ধনের জন্য আমি বিভিন্ন ধরনের ফুল গাছের পাশাপাশি ঔষধি বৃক্ষ রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এ কাজে এগিয়ে আসছে। হাসপাতালে বৃক্ষ রোপণ কাজে সহযোগিতা করায় তিনি ঊষার আলো সংগঠনকে ধন্যবাদ জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো: ইসরাইল হোসেন সহ এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি তিশা আক্তার বৃষ্টি, যুগ্ন সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো: রফিকুল ইসলাম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ নারী বিষয়ক সম্পাদক মোছা: সারজিনা খাতুন সহ অন্যান্য সদস্য বৃন্দ।