০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

সন্ধ্যা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ সারা দেশে সন্ধ্যার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম টের পবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সভা সম্পর্কে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্য এই আইন-শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম, তাদের আমি দিক নির্দেশনা দিয়েছি। তারা যেন সন্ধ্যার পর থেকেই কাজ শুরু করে। আপনারা সন্ধ্যার পর থেকেই টের পাবেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতার ৫৩ বছরে আমার মনে হয় কোনো মিডিয়ায় এমন লেখে নাই, “এ বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো”। এ রকম কিন্তু কোনো সংবাদ মনে হয় কোনো সাংবাদিক…যেহেতু আমি নিজেও এক সময় সাংবাদিকতা করেছি, আমি মর্নিং নিউজে ছিলাম—আমরাও কোনো দিন করি নাই। কিন্তু এখনো যে পরিস্থিতি, আগের মতোই অবস্থা। আমি বলবো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাকটরি (সন্তোষজনক)। কিন্তু এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল বনশ্রীতে যে ঘটনাটা, আগে এটা হয়তো আমাদের জানতে জানতে দুই দিন সময় লেগে যেত। কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঘটনা জানা যায়। এ জন্য আমরা ভাবছি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বুঝি খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে, দুই একদিন আগেও ঘটেছে এবং ভবিষ্যতে যাতে না ঘটে এ জন্য কী কী ব্যবস্থা নেওয়া সেই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। আমরা চাই না, এই ধরনের একটা ঘটনাও ঘটুক।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘তাদের নির্দেশনা দিয়েছি, আপনারা আজকে রাতে দেখবেন আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীদের একটি অংশ—এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে। পদত্যাগ তো কম হইছে!’

রাত ৩টায় সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগের সিস্টেমে হলে রাত আড়াইটায় আপনাদের (গণমাধ্যমকর্মী) কাউকে খুঁজেও পেতাম না। আমি আধাঘণ্টা আগে বলেছি, আপনারা সবাই কিন্তু হাজির হয়েছেন। যেহেতু আমরা জানি, দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন। আর আমি এটাও আপনাদের বোঝানোর জন্য যে, আমরাও দিনে-রাতে সব সময় কাজ করে যাচ্ছি। এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাতেও ব্রিফ করে।’

তিনি বলেন, ‘পুলিশ আমি যে অবস্থায় পেয়েছিলাম, ওই অবস্থা থেকে কি ভালো হয়েছে না? তাদের তৎপরতা আরও বাড়ানোর সুযোগ আছে। তারা চেষ্টাও করছে, তাদের কমান্ডারও চেষ্টা করছে এবং এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে যাবে।’

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘ডেভিল হান্ট অপারেশনটা করা হয়েছে, এ ধরনের ঘটনা ঘটলে যেন তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায়। রাজশাহীতে যে ঘটনা (বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন) ঘটেছে, আপনারা দেখেন, সঙ্গে সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, যে ওসিরা মামলা নিতে বিলম্ব করেছে, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। তাদের আমরা সাসপেন্ড করে দিয়েছি। অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না। একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে অনেক সিনিয়র অফিসারকেও ক্লোজ করা হয়েছে।

সেনাবাহিনী মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সেটা ঠিকভাবে ওয়ার্ক করছে কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘যাকে যে কাজটা দেওয়া হয়েছে, তারা সেভাবে তাদের কাজটা করে যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

সন্ধ্যা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ০৯:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ সারা দেশে সন্ধ্যার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম টের পবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সভা সম্পর্কে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্য এই আইন-শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম, তাদের আমি দিক নির্দেশনা দিয়েছি। তারা যেন সন্ধ্যার পর থেকেই কাজ শুরু করে। আপনারা সন্ধ্যার পর থেকেই টের পাবেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতার ৫৩ বছরে আমার মনে হয় কোনো মিডিয়ায় এমন লেখে নাই, “এ বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো”। এ রকম কিন্তু কোনো সংবাদ মনে হয় কোনো সাংবাদিক…যেহেতু আমি নিজেও এক সময় সাংবাদিকতা করেছি, আমি মর্নিং নিউজে ছিলাম—আমরাও কোনো দিন করি নাই। কিন্তু এখনো যে পরিস্থিতি, আগের মতোই অবস্থা। আমি বলবো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাকটরি (সন্তোষজনক)। কিন্তু এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল বনশ্রীতে যে ঘটনাটা, আগে এটা হয়তো আমাদের জানতে জানতে দুই দিন সময় লেগে যেত। কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঘটনা জানা যায়। এ জন্য আমরা ভাবছি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বুঝি খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে, দুই একদিন আগেও ঘটেছে এবং ভবিষ্যতে যাতে না ঘটে এ জন্য কী কী ব্যবস্থা নেওয়া সেই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। আমরা চাই না, এই ধরনের একটা ঘটনাও ঘটুক।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘তাদের নির্দেশনা দিয়েছি, আপনারা আজকে রাতে দেখবেন আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীদের একটি অংশ—এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে। পদত্যাগ তো কম হইছে!’

রাত ৩টায় সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগের সিস্টেমে হলে রাত আড়াইটায় আপনাদের (গণমাধ্যমকর্মী) কাউকে খুঁজেও পেতাম না। আমি আধাঘণ্টা আগে বলেছি, আপনারা সবাই কিন্তু হাজির হয়েছেন। যেহেতু আমরা জানি, দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন। আর আমি এটাও আপনাদের বোঝানোর জন্য যে, আমরাও দিনে-রাতে সব সময় কাজ করে যাচ্ছি। এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাতেও ব্রিফ করে।’

তিনি বলেন, ‘পুলিশ আমি যে অবস্থায় পেয়েছিলাম, ওই অবস্থা থেকে কি ভালো হয়েছে না? তাদের তৎপরতা আরও বাড়ানোর সুযোগ আছে। তারা চেষ্টাও করছে, তাদের কমান্ডারও চেষ্টা করছে এবং এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে যাবে।’

অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘ডেভিল হান্ট অপারেশনটা করা হয়েছে, এ ধরনের ঘটনা ঘটলে যেন তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায়। রাজশাহীতে যে ঘটনা (বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন) ঘটেছে, আপনারা দেখেন, সঙ্গে সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, যে ওসিরা মামলা নিতে বিলম্ব করেছে, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। তাদের আমরা সাসপেন্ড করে দিয়েছি। অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না। একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে অনেক সিনিয়র অফিসারকেও ক্লোজ করা হয়েছে।

সেনাবাহিনী মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সেটা ঠিকভাবে ওয়ার্ক করছে কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘যাকে যে কাজটা দেওয়া হয়েছে, তারা সেভাবে তাদের কাজটা করে যাচ্ছে।’