ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার নিঝুরী বনরুপা আর্দশ গ্রামের সরকারিভাবে দেওয়া ভূমিহীদের জমি অবাধে বেচা কিনা হচ্ছে।

স্থানীয় একাধিক লোকের অভিযোগে জানা যায়, ১৯৮৬ সালে তৎকালীন সরকার ভূমিহীনদের বাসস্থানের জন্য ২০টি পরিবারকে বরাদী মৌজায় ১নং খতিয়ানভুক্ত ১১, একর ২০ শতাংশ কৃষি খাস জমি বরাদ্দ দিয়ে নিঝুরী বনরুপা আর্দশ গ্রাম প্রতিষ্ঠা করে। এবং প্রত্যেকটি পরিবারকে টিন সেট একটি করে ঘর নির্মাণ করে দেওয়া হয়। পরবর্তীতে ওই বনরুপা আর্দশ গ্রামের জমি অবাধে বেচা কিনা শুরু হয়। এ ভাবেই অনেক ভূমিহীন পরিবার সরকারের দেওয়া জমিটুকু বিক্রয় করে আবারও ভূমিহীনে পরিনত হচ্ছে।

সম্প্রতি মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা বেশ কয়েকটি ভূমিহীন পরিবারের কাছ থেকে জমি ক্রয় করে দখল নিয়েছে। এভাবেই ভূমিহীন পরিবার গুলো জমি বিক্রয় করে পথে বসার উপক্রম হচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে সচেতন মহল।