শিরোনাম:
২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা সাবেক ৩৩ ডিসিকে ওএসডি
নিউজ ডেস্ক
- আপডেট: ১০:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৬৪

নিজস্ব প্রতিবেদকঃ ২০১৮ সালে অনুষ্ঠিত একদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা সাবেক ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বর্তমানে তারা বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরে যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে কর্মরত ছিলেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানের সই করা এই সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। এর মধ্যে পাঁচটি প্রজ্ঞাপনে প্রতিটিতে ছয়জন করে এবং আরেকটিতে তিনজন কর্মকর্তাকে ওএসডি করার কথা জানানো হয়েছে।
ওএসডি হওয়া কর্মকর্তাদের তালিকা—





এর আগে একই কারণে ওএসডি করা হয় আরও ১২ ডিসিকে।



























