মাগুরা প্রতিনিধিঃ নতুন বছরকে স্বাগত জানাতে রোমান্টিক গান দিয়ে যাত্রা শুরু করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্তনা আক্তার। তার নতুন গান ‘আদর’ প্রকাশিত হয়েছে, যা ইতোমধ্যে সংগীত প্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে।
গানটির কথা লিখেছেন প্রতিভাবান গীতিকার মাসুম আহমেদ। সুর করেছেন সাদ সাহ, সংগীত পরিচালনায় ছিলেন দীন ইসলাম শাহরুখ। ফোক ধাঁচের এই গানটির জন্য দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন বিশাল আহমেদ। ভিডিওটি প্রকাশিত হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল টিউনস ওন-এ। শান্তনা আক্তার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, গানটি আমার গাওয়া সব থেকে প্রিয় গানগুলোর মধ্যে একটি। ফোক গান সবসময়ই আমাকে আলাদা অনুপ্রেরণা দেয়। আমি আশা করি, এই গানটি সবার ভালো লাগবে এবং শ্রোতাদের মন জয় করবে ।
গানটির সুর ও কথার পাশাপাশি ভিডিও নির্মাণেও একটা আলাদা সৌন্দর্য রয়েছে, যা দর্শকরা উপভোগ করবে।গানটির বিশেষত্ব” ‘আদর’ গানটি মূলত ফোক ঘরানার, যা বাংলা গানের ঐতিহ্যবাহী ধারা বজায় রেখেছে। গানের সুরে মাটি ও প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়, যা দর্শক ও শ্রোতাদের হৃদয়ে আলাদা আবেদন তৈরি করবে। সুরকার সাদ সাহ গানটিতে এমন সুরের মাধুর্য এনেছেন, যা বারবার শুনতে ইচ্ছে করবে।