খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 5906 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে আটক করেছে যৌথবাহিনী।
২৭ অক্টোবর (রোববার) বিকালে রায়পুর রাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করা হয়। জানা গেছে , ২০১৮সালের ২৭ ডিসেম্বর রাতে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের ধলগাঁ রাস্তা মোড়ে দোকান লুটপাট, বিএনপির অফিসে আগুন ও মারপিটের ঘটনায় বিল্লাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
বাঘারপাড়া থানা পুলিশের পক্ষ থেকে আটকের সত্যতা নিশ্চিত করা হয়েছে। বিল্লাল হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে দলীয় ক্ষমতাকে পুঁজি করে কয়েকটি লুটপাট ও বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
আটকের পর ওই দিনই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।