শার্শায় নির্বাচন ও গণভোট উপলক্ষে ইমামদের সাথে মতবিনিময় সভা
- আপডেট: ১১:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে উপজেলার সকল মসজিদের ইমাম এবং মসজিদভিত্তিক গণশিক্ষার শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন শার্শা, যশোর-এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. মাসুদুজ্জামান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ইমামদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচন ও গণভোট সম্পর্কে সাধারণ মুসল্লীদের সচেতন করতে জুমার নামাজের খুতবায় বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরতে হবে। তিনি জানান, এবারের ভোটে একজন ভোটারকে দুটি ব্যালট পেপার প্রদান করা হবে। এর মধ্যে একটি জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অপরটি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের জন্য ব্যবহৃত হবে।
তিনি আরও বলেন, ভোটারদের সঠিকভাবে ভোট প্রদানের পদ্ধতি জানানো এবং তাদের নাগরিক দায়িত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় বয়ানের মাধ্যমে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ইমাম ও শিক্ষকেরা নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের আশ্বাস দেন।




















