০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শার্শায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে ওয়াহিদ। সভায় শার্শা সংসদীয় আসনের ১০২টি ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের ভোটগ্রহণের আগের দিন, ভোটের দিন এবং ভোটের পরের দিনের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, শার্শা উপজেলায় ১০২টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৯টি ভোটকেন্দ্রে এখনো সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সিসি ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, এবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। কিন্তু গণভোট ও এর গুরুত্ব সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। সে কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী জনগণকে গণভোট বিষয়ে অবহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রঞ্জু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া সকল ইউনিয়নের প্রশাসক/চেয়ারম্যান এবং উপজেলার সকল ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানরা সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

শার্শায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

আপডেট: ১২:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে ওয়াহিদ। সভায় শার্শা সংসদীয় আসনের ১০২টি ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের ভোটগ্রহণের আগের দিন, ভোটের দিন এবং ভোটের পরের দিনের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, শার্শা উপজেলায় ১০২টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৯টি ভোটকেন্দ্রে এখনো সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সিসি ক্যামেরা স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, এবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। কিন্তু গণভোট ও এর গুরুত্ব সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। সে কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী জনগণকে গণভোট বিষয়ে অবহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রঞ্জু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া সকল ইউনিয়নের প্রশাসক/চেয়ারম্যান এবং উপজেলার সকল ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানরা সভায় অংশগ্রহণ করেন।