১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

খুলনা রেঞ্জে আইন-শৃঙ্খলা জোরদারে কঠোর নির্দেশনা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: খুলনা রেঞ্জের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত দিকনির্দেশনা ও তদারকি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকালে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম। সভায় খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারদের উদ্দেশ্যে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

ডিআইজি বিশেষভাবে মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, খুলনা রেঞ্জের প্রতিটি থানায় বিশেষ অভিযান চলমান রয়েছে এবং মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ তৎপর থাকবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কিংবা নাশকতার বিরুদ্ধে পুলিশ শক্ত অবস্থানে থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি সতর্ক করেন।

সভায় খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এডিশনাল ডিআইজি (প্রশাসন, ক্রাইম ও অপারেশন)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

খুলনা রেঞ্জে আইন-শৃঙ্খলা জোরদারে কঠোর নির্দেশনা

আপডেট: ০৮:০০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: খুলনা রেঞ্জের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত দিকনির্দেশনা ও তদারকি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকালে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম। সভায় খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারদের উদ্দেশ্যে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

ডিআইজি বিশেষভাবে মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, খুলনা রেঞ্জের প্রতিটি থানায় বিশেষ অভিযান চলমান রয়েছে এবং মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ তৎপর থাকবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কিংবা নাশকতার বিরুদ্ধে পুলিশ শক্ত অবস্থানে থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি সতর্ক করেন।

সভায় খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এডিশনাল ডিআইজি (প্রশাসন, ক্রাইম ও অপারেশন)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।