শার্শায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০৯:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়, শার্শার নাভারণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ই জানুয়ারি ২০২৬) বিকাল ৪টার সময় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সহ-সভাপতি আব্দুল মজিদ, ৮৫ যশোর-১ (শার্শা) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন আহমেদ, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি ইদ্রিস মালেক, আলহাজ্ব আবদার আলী, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মেহেরউল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, অর্থ সম্পাদক আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল মুননাফ, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি ও পৌর ০৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বেনাপোল ৪নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান মিলন, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব ওমর ফারুক, পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল ইউনিয়ন ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক। এছাড়াও বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
যশোর জেলা বিএনপির আহবানে বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়িক ও বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন উপস্থিত হয়ে ৮৫-যশোর-১ শার্শা আসনের বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর সাথে এক হয়ে নির্বাচন করার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





















