বাঘারপাড়ায় কমরেড অমল সেন স্মরণ মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৯:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ২২

সাঈদ ইবনে হানিফ ঃ কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তি নেতা, শোষিত-নির্যাতিত মানুষের কণ্ঠস্বর কমরেড অমল সেনের সংগ্রামী জীবন ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী স্মরণ মেলার প্রস্তুতি সভা।
শুক্রবার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত কমরেড অমল সেন স্মৃতি সৌধের পাদদেশে এই অর্থবহ আয়োজন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও বাংলাদেশ কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তসলিম উর রহমান, ইবাদত আলী নয়ন, মিজানুর রহমান, কঙ্কন পাঠক, বিথীকা বিশ্বাস, দীপক অধিকারী, তরুণ ভৌমিক, সুরঞ্জন গুপ্ত, মলয় লস্কর, রবীন রায়, সমর আঢ্য, স্বপন কুমার রায়, বিপ্রদা মল্লিক, সুবোধ বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি তিন দিনব্যাপী কমরেড অমল সেন স্মরণ মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কমরেড অমল সেনের জীবন ও দর্শনভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাইকেল রেস, মেয়েদের চেয়ার সিটিংসহ নানা সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন।
বক্তারা বলেন, কমরেড অমল সেন শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি ছিলেন নিপীড়িত মানুষের মুক্তির পথপ্রদর্শক। তাঁর আদর্শ ও সংগ্রামের ইতিহাস সমাজে ছড়িয়ে দিতে এই স্মরণ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলাকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সফল করে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করা হয়।





















