০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বিএনপি নেতা হত্যাকাণ্ডে অপরাধী ধরতে সীমান্তজুড়ে বিজিবির কড়া নজরদারি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ২৯

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা নিহত হওয়ার ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারে সীমান্তজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

একই সঙ্গে অপরাধীদের সীমান্ত অতিক্রম রোধে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে যশোরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৫৫) নিহত হন। এ ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি তৎপরতা বাড়ায়।

বিজিবি সূত্র জানায়, হত্যাকাণ্ডে জড়িত দুস্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তারা যাতে সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর রিজিয়নের অধীন যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় নিশ্ছিদ্র নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে।

এ লক্ষ্যে যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্ত সংলগ্ন এলাকায় মোট ৬৩টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ৭৫টি টহল পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের আটক এবং সীমান্ত অতিক্রম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, এ হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত আলমগীর হোসেনের মৃত্যুতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

বিএনপি নেতা হত্যাকাণ্ডে অপরাধী ধরতে সীমান্তজুড়ে বিজিবির কড়া নজরদারি

আপডেট: ০২:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা নিহত হওয়ার ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারে সীমান্তজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

একই সঙ্গে অপরাধীদের সীমান্ত অতিক্রম রোধে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের অধীন দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে যশোরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৫৫) নিহত হন। এ ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি তৎপরতা বাড়ায়।

বিজিবি সূত্র জানায়, হত্যাকাণ্ডে জড়িত দুস্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তারা যাতে সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর রিজিয়নের অধীন যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় নিশ্ছিদ্র নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে।

এ লক্ষ্যে যশোর রিজিয়নের আওতাধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এবং সীমান্ত সংলগ্ন এলাকায় মোট ৬৩টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ৭৫টি টহল পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের আটক এবং সীমান্ত অতিক্রম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, এ হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত আলমগীর হোসেনের মৃত্যুতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।