চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগ, জেলার খবর | তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3589 বার
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি এলাকায় নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের শিকার ট্যাংকারটির নাম “এমটি বাংলার জ্যোতি”।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ওই জাহাজে আগুন লাগে।
পতেঙ্গা এলাকায় ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন অয়েল জেটিতে ট্যাংকারটি নোঙর করে রাখা ছিল। ট্যাংকারটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়।
দুর্ঘটনার সময় ট্যাংকারটিতে জ্বালানি তেল ছিল কি না এবং কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দরের সচিব ওমর ফারুক। তিনি বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে বন্দরের সাহায্যকারী জলযান পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি যাতে বন্দর চ্যানেলে কোনো সমস্যা না হয়, সেটি আমরা দেখছি।”
জাহাজের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডিজিএম (ইন্সপেকশান অ্যান্ড সেইফটি) এ কে এম নঈমুল্লাহ।