০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

নাভারণে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ১৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণে আওয়ামী লীগের ঘোষিত অবরোধ ও লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা যুবদল ও বিএনপি’র সহযোগী সংগঠন।

যশোর-১(শার্শা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নির্দেশে মঙ্গলবার (১২ নভেম্বর-২০২৫) সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুর নেতৃত্বে নাভারণ সেবা ক্লিনিকের মোড় থেকে শুরু হয়ে সাতক্ষীরা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্যে আল মামুন বাবলু বলেন, “সরকার ঘোষিত ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সারাদেশ এখন নির্বাচনমুখী। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিতে ভাঙচুর ও অগ্নি–সন্ত্রাসের মাধ্যমে তাদের অস্তিত্ব জানান দিতে চাইছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই— দেশের সম্পদ ও জনগণের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড আমরা মেনে নেব না। যদি কেউ এমন অপচেষ্টা চালায়, জনগণকে সাথে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে।”

মিছিলে ও পথসভায় আরও উপস্থিত ছিলেন— যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া ও আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী মিলন, উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান হাবিব, রবিউল ইসলাম রবি, আব্দুস সবুর, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, যুবদল নেতা খন্দকার সাইফুল ইসলাম, আনার, খোকন, ইমামুল, শাহজাহান, সেলিম, রাজু রিপন, খাইবার, ইমতিয়াজ রিয়াল, রেদোয়ানুল সীমান্ত ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমানসহ যুবদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

প্রায় আধাঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ মিছিল ও পথসভা শান্তিপূর্ণভাবে শেষ হয়

Please Share This Post in Your Social Media

নাভারণে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট: ১০:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণে আওয়ামী লীগের ঘোষিত অবরোধ ও লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা যুবদল ও বিএনপি’র সহযোগী সংগঠন।

যশোর-১(শার্শা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নির্দেশে মঙ্গলবার (১২ নভেম্বর-২০২৫) সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুর নেতৃত্বে নাভারণ সেবা ক্লিনিকের মোড় থেকে শুরু হয়ে সাতক্ষীরা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্যে আল মামুন বাবলু বলেন, “সরকার ঘোষিত ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সারাদেশ এখন নির্বাচনমুখী। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিতে ভাঙচুর ও অগ্নি–সন্ত্রাসের মাধ্যমে তাদের অস্তিত্ব জানান দিতে চাইছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই— দেশের সম্পদ ও জনগণের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড আমরা মেনে নেব না। যদি কেউ এমন অপচেষ্টা চালায়, জনগণকে সাথে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে।”

মিছিলে ও পথসভায় আরও উপস্থিত ছিলেন— যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া ও আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী মিলন, উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান হাবিব, রবিউল ইসলাম রবি, আব্দুস সবুর, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, যুবদল নেতা খন্দকার সাইফুল ইসলাম, আনার, খোকন, ইমামুল, শাহজাহান, সেলিম, রাজু রিপন, খাইবার, ইমতিয়াজ রিয়াল, রেদোয়ানুল সীমান্ত ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমানসহ যুবদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

প্রায় আধাঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ মিছিল ও পথসভা শান্তিপূর্ণভাবে শেষ হয়