ঝিকরগাছায় পপুলার ইমেজিং সেন্টারের ডিজিটাল ডেন্টাল এক্সরে উদ্বোধন
- আপডেট: ০৬:২৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ২১

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছায় পপুলার ইমেজিং সেন্টার এ নতুন ডিজিটাল ডেন্টাল এক্সরের শুক্রবার বিকালে উদ্বোধন করা হয়েছে। এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, হসপিটাল রোডে স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সেবা সংগঠনের সদস্য মাসুদুল সুমন, নাজমুল, সুমাইয়া এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংস্থার মালিক দুই ভাই আরমান হোসেন জিম ও মাসুদ রানার উদ্যোগে প্রতিষ্ঠিত এই আধুনিক কেন্দ্রটি রোগীদের জন্য নির্ভুল ও দ্রুত ডেন্টাল এক্সরে সেবা প্রদান করবে। তারা জানান, “দন্ত চিকিৎসায় নির্ভুল রোগ নির্ণয়ই হলো মূল হাতিয়ার। এই সেন্টারের মাধ্যমে ঝিকরগাছা ও পার্শ্ববর্তী এলাকার মানুষ উন্নতমানের ডেন্টাল এক্সরে সুবিধা পাবেন।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের মাধ্যমে মোনাজাত পরিচালনা করা হয়। এসময় উপস্থিতরা সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য প্রার্থনা করেন। দোয়া মাহফিলের পর সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়, যা অনুষ্ঠানটিকে আরও আনন্দঘন করে তোলে।











