পুটখালী ইউনিয়নে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট: ১১:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর-২০২৫) সন্ধ্যায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বজলুর রহমান টুনু এবং সঞ্চালনা করেন যুবনেতা মোঃ সাজেদুর রহমান সাজু।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল সর্দার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়ারব হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জা, মোঃ ইয়াছিন মোড়ল লাফু, সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু, আসাদুজ্জামান আসাদ, মোঃ মাহাফুজুর রহমান সোহাগ ও মোঃ জিয়াউর রহমান জিয়া।
পুটখালী ইউনিয়নের যুবনেতা মোঃ জিয়া বিশ্বাস ও মোঃ লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রায়হান খান ও মোঃ রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে যশোর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বি হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন, সদস্য মহাসিন আলী, শাওন হোসেন, ছাত্রনেতা আলী হোসেন ও রিপন হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
শার্শা উপজেলা শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুল হান্নানও এ সময় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ইমদাদুল হক ইমদাদ বলেন, “নির্বাচন যেন হয় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রকৃত উৎসব। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে ঐক্যবদ্ধভাবে।”
বক্তারা আরও বলেন, তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করে জনগণের আস্থা অর্জনই হবে বিএনপির মূল লক্ষ্য।






















