বাঘারপাড়ায় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে
- আপডেট: ০৯:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ২৯

সাঈদ ইবনে হানিফ ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামদিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ।
জামদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লিটন হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি পৌর যুবদলের সদস্য সচিব বাবুল আক্তার, ছাত্রদলের যশোর জেলা শাখার সাবেক সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা মেফ্তাহ উদ্দীন শিকদার, দোহাকুলা ইউনিয়ন যুবদল সভাপতি আনিচুর রহমান, পৌর যুবনেতা বুলবুল হাসেন, রায়হান হোসেন, সেলিম রেজা, জুয়েল রানা, মাসুম বিল্লাহ, বাবলুর রহমান, হাদীউজ্জামান, রমজান আলী, আনোয়ার হোসেন প্রমুখ।

























