০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ঝিকরগাছায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ৪৪

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের বাউসা গ্রামের একটি সরকারি ইটের সোলিং রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গিয়েছে। প্রশাসনের নিকট লিখিত অভিযোগ জানালেও মেলেনি কোনো প্রতিকার।

গত ৩০ জুলাই গ্রামবাসী গণস্বাক্ষরকৃত আবেদনে জানান, বাউসা গ্রামের উত্তর পাড়া জামে মসজিদ হতে সোহরাবের বাড়ি পর্যন্ত আনুমানিক এক কিলোমিটার সরকারি ইটের সোলিং রাস্তা আছে। বর্তমান কিছু অসাধু ও স্বার্থপর মহল তাদের গায়ের জোরে রাস্তার ইট তুলে কেউ বসত ঘর আবার কেউ সীমানা প্রাচীর নির্মাণ করেছে। ফলে এলাকার মানুষের যাতায়াত ও কৃষি ফসল পরিবহনে বিঘ্ন ঘটছে। গ্ৰামের লোকজন বাধা দিলেও কোন বাধা তোয়াক্কা না করে তারা তাদের মতো করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

পরবর্তীতে গ্রামের লোকজন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি গণস্বাক্ষরকৃত অভিযোগ দায়ের করেন। যাতে ১২২ নম্বর খতিয়ানের ৬০, ৬১, ৩৭৯, ৩৮০ ও ৩৮২ নম্বর দাগের জমি দখল হয়ে গিয়েছে বলে উল্লেখ করা হয়। অভিযোগ প্রদানের পর প্রায় ৩ মাস অতিবাহিত হওয়ার পরেও প্রশাসনের নিশ্চুপ ভূমিকায় জনসাধারণের মনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, অভিযোগের বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমি এর নিকট প্রেরণ করা হয়েছে। তিনি প্রতিবেদন দাখিল করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারোয়ার বলেন, অভিযোগ হাতে পেয়ে সেখানে স্থানীয় ভুমি অফিসের নায়েবকে পাঠিয়েছিলাম। তিনি কাজ বন্ধ করে দিয়ে এসেছিলেন। আগামী সপ্তাহের মধ্যে ঐ রাস্তা মেপে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

আপডেট: ০৭:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের বাউসা গ্রামের একটি সরকারি ইটের সোলিং রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গিয়েছে। প্রশাসনের নিকট লিখিত অভিযোগ জানালেও মেলেনি কোনো প্রতিকার।

গত ৩০ জুলাই গ্রামবাসী গণস্বাক্ষরকৃত আবেদনে জানান, বাউসা গ্রামের উত্তর পাড়া জামে মসজিদ হতে সোহরাবের বাড়ি পর্যন্ত আনুমানিক এক কিলোমিটার সরকারি ইটের সোলিং রাস্তা আছে। বর্তমান কিছু অসাধু ও স্বার্থপর মহল তাদের গায়ের জোরে রাস্তার ইট তুলে কেউ বসত ঘর আবার কেউ সীমানা প্রাচীর নির্মাণ করেছে। ফলে এলাকার মানুষের যাতায়াত ও কৃষি ফসল পরিবহনে বিঘ্ন ঘটছে। গ্ৰামের লোকজন বাধা দিলেও কোন বাধা তোয়াক্কা না করে তারা তাদের মতো করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

পরবর্তীতে গ্রামের লোকজন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি গণস্বাক্ষরকৃত অভিযোগ দায়ের করেন। যাতে ১২২ নম্বর খতিয়ানের ৬০, ৬১, ৩৭৯, ৩৮০ ও ৩৮২ নম্বর দাগের জমি দখল হয়ে গিয়েছে বলে উল্লেখ করা হয়। অভিযোগ প্রদানের পর প্রায় ৩ মাস অতিবাহিত হওয়ার পরেও প্রশাসনের নিশ্চুপ ভূমিকায় জনসাধারণের মনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, অভিযোগের বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমি এর নিকট প্রেরণ করা হয়েছে। তিনি প্রতিবেদন দাখিল করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারোয়ার বলেন, অভিযোগ হাতে পেয়ে সেখানে স্থানীয় ভুমি অফিসের নায়েবকে পাঠিয়েছিলাম। তিনি কাজ বন্ধ করে দিয়ে এসেছিলেন। আগামী সপ্তাহের মধ্যে ঐ রাস্তা মেপে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।