কেশবপুরে রাস্তা বন্ধ করে বিপাকে ১০ পরিবার
- আপডেট: ০৭:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ৩১

নিজস্ব প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের বরণডালী গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত ১০টি পরিবার।
বুধবার সকাল ৯টার দিকে মৃত আমিন উদ্দিনের ছেলে কাজী মইনুর রহমান ও তার ছেলে বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে রাস্তা বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে জানা যায়, বরণডালী গ্রামের বাসিন্দা শেখ আশরাফুলের বাড়িতে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় মৃত আমিন উদ্দিনের বড় ছেলে আব্দুল মোমিন তার ওয়ারিশ সূত্রে পাওয়া ১৪নং বরণডালী মৌজার ২৪৯ নং খতিয়ানের ১৭৪১ নং দাগের জমি থেকে দুই শতক রাস্তা হিসেবে বিক্রি করেন। শেখ আশরাফুলের স্ত্রী হোসনে আরা গত ২১ অক্টোবর রেজিস্ট্রির মাধ্যমে ওই জমি ক্রয় করেন।
কিন্তু পরদিন ২২ অক্টোবর সকালে কাজী মইনুরের নেতৃত্বে তার সহযোগীরা বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয় এবং সেখানে টিনের ছাউনি দিয়ে ঘর নির্মাণ শুরু করে। এ সময় হোসনে আরাসহ স্থানীয়রা বাধা দিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ভীত হয়ে ভুক্তভোগীরা পালিয়ে যায়।
এ ঘটনায় হোসনে আরাসহ অন্তত ৮-১০টি পরিবার বর্তমানে অবরুদ্ধ হয়ে পড়েছে। তাদের বিকল্প কোনো রাস্তা না থাকায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেজিস্ট্রিকৃত ওই রাস্তার দৈর্ঘ্য প্রায় ১২০ ফুট ও প্রস্থ সাড়ে সাত ফুট, যা দলিলেও স্কেচ আকারে উল্লেখ রয়েছে।






















