সিইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড : আগুন নিয়ন্ত্রণের বাইরে, ধসে পড়ার শঙ্কা
- আপডেট: ০৭:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ৪২

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় অবস্থিত একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে লাগা আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতায় ভবনটি ধসে পড়ার পাশাপাশি আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সহায়তায় কাজ করছে নৌবাহিনীর ৪টি ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সাততলা ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে।
চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর বলেন, আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো শ্রমিক আটকা পড়ার খবর পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলায় ভবনটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মুজিবুল হক জানান, আশপাশের রিজার্ভ ট্যাংক থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা, তবে তা যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে না।
কারখানাটিতে হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম তৈরির কাজ চলতো বলে জানা গেছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভবনের পার্শ্ববর্তী একটি টিনশেড ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে।






















