ডিমলার বালাপাড়া সীমান্তে ভারতীয় ৭৫বোতল ফেনসিডিল ও ৭৯২ পিস ইয়াবা উদ্ধার
- আপডেট: ১০:০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ২৩

নিজস্ব প্রতিবেদঃ নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্ত এলাকায় ৭৫বোতল ফেনসিডিল ও ৭৯২ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ বালাপাড়া বিজিবি ক্যাম্পের বিশেষ টহল দল অভিযান চালিয়ে ভারত থেকে আসা এসব মাদক উদ্ধার করেছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করছেন। গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপি টহল দল সীমান্ত ৭৮০/৮-নং পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বাণিনগর এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ভারত থেকে এক অজ্ঞাত ব্যক্তিকে মাথায় একটি বস্তা নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। টহল দল তখন দল ওই ব্যক্তির কাছাকাছি গেলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ফলে মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।কিন্তু যাওয়া বস্তাটি উদ্ধার করে সেখান থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৭৯২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২,৬৭,৬০০ (দুই লাখ সাতষট্টি হাজার ছয়শত) টাকা।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আল-দীন, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমরা সীমান্তবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সবসময় প্রস্তুত।”
তিনি আরোও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, ডিমলার বালাপাড়া সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে মাদক পাচার ও অবৈধ পণ্যের প্রবেশের জন্য পরিচিত। বিজিবি এই অঞ্চলে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালিয়ে সীমান্তের নিরাপত্তা জোরদার করছে।