বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক দিপুর ইন্তেকাল শার্শা উপজেলা বিএনপি’র শোক
- আপডেট: ০৯:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ৯৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক ওয়াহিদুজ্জামান দিপু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নাভারণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান মিনুর ছোট ভাই এবং মরহুম আসাদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) আসরের নামাজের পর নাভারণ পুরাতন বাজার আকিজ জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপি নেতা মিজানুর রহমান খান, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দীন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুবদল নেতা ইমতিয়াজ রিয়ালসহ ঝিকরগাছা ও শার্শা উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুম ওয়াহিদুজ্জামান দিপু একজন মানবিক, সদালাপী ও সমাজসেবায় নিবেদিত মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে নাভারণসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শার্শা উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।





















