বেনাপোল ইউনিয়নে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৮:২৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৫

নিজস্ব প্রতিবেদক: শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দৌলতপুর-গাতীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় অংশ নেয় স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই, তাই আমাদের সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে”
সভায় বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহিম, যুব বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মুজিবর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি একেএম আতিকুজ্জামান সনি, যুগ্ম সম্পাদক মোঃ মফিজুর রহমান মফিজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান আক্তার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ।
সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মতবিনিময় সভা সফলভাবে সমাপ্তি হয়।