বাঘারপাড়ায় পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৩২

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের বাঘারপাড়ায় সহিংসতা নিরসন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতি বার প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভাটি এফসিডিও’র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হয়।
পিএফজি সমন্বয়কারী মো: ইকরামুল কবির মিঠুর সঞ্চালনায় এবং অধ্যক্ষ মো: মোস্তাক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন দিলরুবা পারভিন (সভাপতি, বিএনপি মহিলা দল), প্রণয় কুমার বিশ্বাস (পিস অ্যাম্বাসেডর ও পূজা উদযাপন কমিটির সভাপতি), মো: শফিকুল ইসলাম (আহ্বায়ক, জাতীয় পার্টি), বিএনপি নেতা ও পিস অ্যাম্বাসেডর অধ্যাপক মাসুদ আলম টিপু, মো: জাকির হোসেন, মো: নজরুল ইসলাম, খ্রিষ্টান প্রতিনিধি উত্তম কুমার মন্ডল, শিক্ষক বিনয় কুমার, আদিবাসি নেতা প্রহল্লাদ কুমার বাগচি, তহমিনা খাতুন, সাংবাদিক হুমাউন কবির, সাঈদ ইবনে হানিফ, মদিনা খাতুন, রিনা আক্তার এবং দি হাঙ্গার প্রজেক্টের রিজিওনাল কো-অর্ডিনেটর মো: খোরসেদ আলম।
সভায় অংশগ্রহণকারীরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন দ্বন্দ্ব ও সহিংসতা নিরসনে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। এর মধ্যে পারিবারিক বিরোধ মীমাংসা, চৌরাস্তায় বাজারে সহিংসতা নিয়ন্ত্রণ, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠা, হিন্দু-মুসলিম তরুণদের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা, নির্বাচনকালীন সময়ে সংঘাত নিরসন, শিশু-কিশোরদের নিয়ে শান্তি বিষয়ক কর্মসূচি আয়োজনসহ নানা উদ্যোগ উল্লেখযোগ্য।
সভায় প্রস্তাবনা হিসেবে পূজা ও আসন্ন নির্বাচনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ পিস ইভেন্ট আয়োজনের সুপারিশ করা হয়। বিএনপি নেতা অধ্যাপক মাসুদ আলম টিপু বলেন, “দ্বন্দ্ব নিরসনে সচেতনতা বাড়াতে হলে সব দলের সদস্যদের একসাথে বসা জরুরি।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো: মোস্তাক মোর্শেদ বলেন, “পিএফজি সদস্যরা প্রশিক্ষিত জ্ঞান কাজে লাগিয়ে স্থানীয় দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আগামীতে আরও বেশি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে শান্তির বাঘারপাড়া গড়ে তুলতে হবে।”