✍️ সাঈদ ইবনে হানিফ ঃ সংঘাত সহিংসতা নয় আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ ও ন্যায় ইনসফ ভিত্তিক সমাজ ব্যাবস্থা – এই শ্লোগানকে সামনে রেখে ২০মে সোমবার বাঘারপাড়া প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজির) সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা।

পিস এম্বাসেডর বাঘারপাড়া বীরপ্রতীক ইসহাক মহাবিদ্যালয়ের অধ্যাক্ষ জনাব মো: মেস্তাক মোর্শেদ এর সভাপতিত্বে ও পিএফজি কো-অর্ডিনেটর মো: ইকরামুল কবির মিঠু এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস,এম, রাজু জবেদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব হাফিজুর রহমান-সহ সমন্বয়কারী, পিস এম্বাসেডর বিএনপির মহিলা দলের সভাপতি দিলরুবা পারভিন, পিস এম্বাসেডর আওয়ামিলিগের ইউনিয়ন সভাপতি প্রনয় কুমার বিশ্বাস, জাকের পার্টির সভাপতি মো: লিটন হোসেন, জাতীয় পার্টির সভাপতি মো: আক্তারুজ্জামান, সাংবাদিক মো: হুমায়ুন কবির, সাংবাদিক সাঈদ ইবনে হানিফসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: আশরাফুজ্জামান। সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার মত প্রকাশ করনে। এছাড়া রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠিগত সহিংসতা নিরোসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে বাঘারপাড়ার সকল জনগণকে সাথে নিয়ে আগামিতে নির্বাচন কেন্দ্রিক, ধর্মীয় ও নৃগোষ্ঠিগত শান্তি স্থাপনে কাজ করার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি গ্রহণ করা হয়।