খবর মহম্মদপুর নামে একটি ফেক আইডি এর মামলায় মহম্মদপুরের ৪জনকে আটক করেছে ডিবি
- আপডেট: ১২:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৮৫

বিশ্বজিৎ বসু মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার আলোচিত-সমালোচিত ফেসবুক পেজ খবর মহম্মদপুর এর কয়েকজন কর্ণধরকে গ্রেপ্তার করেছে ঢাকা ডিবি পুলিশ।
খবর মহম্মদপুর নামে একটি ফেক আইডি নিয়ে করা মামলায় মহম্মদপুর থেকে চার জনকে
গ্রেপ্তার করেন ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—
১। আনোয়ার হোসেন শাহিন বিশিষ্ট সাংবাদিক এবং মহম্মদপুর উপজেলা মডেল হাই স্কুলের শিক্ষক।
২। তানভীর হোসেন রাজু সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়ার ছোট ছেলে।
৩। জান্নাতুল ফেরদৌস টুকটুকি সোনালী স্টোর টুকু মিয়ার মেয়ে।
৪। শিমুল কম্পিউটার ব্যবসায়ী, বাড়ি জাঙ্গালিয়া গ্রামে।
৫। সালাহউদ্দিন সাগর–গোপালনগরের মুজিবর মন্ডলের ছেলে।
বিশেষ তথ্য অনুযায়ী, রাজু ক্যান্সারে আক্রান্ত এবং অপারেশনের রোগী হওয়ায় তাকে আপাতত সোহাগ মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।
তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায় । এ ঘটনায় ঢাকার ডিবি পুলিশের একটি চৌকস টিম ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
ঘটনাটি মহম্মদপুর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।